মিজানুর রহমান, ভোলা।
ভোলার তজুমদ্দিন উপজেলায় স্কুল ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আলাউদ্দিন (৪৮), শামীম (২৮), রাকিব (২৬)। নিহতদের গ্রামের বাড়ি একই উপজেলার সোনাপুর ইউনিয়নে। তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সাইক্লোন সেল্টার কাম স্কুল ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রোববার (১৪ মার্চ) তজুমদ্দিন থানা ইনচার্জ মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়টির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।এ চাঞ্চল্যকর দৃশ্য দেখার জন্য বহু দুর দুরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ ভিড় জমিয়েছে।