বিশেষ প্রতিনিধি, ভোলা।
ভোলা সদর উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ভোলার চরে বহুল আলোচিত ডাবল মার্ডারের আসামী রাসেলখাসহ ধরা ছোঁয়ার বাইরে রয়েছে ১৭জন আসামী। গত ২৩ নভেম্বর ২০২০ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওতীদের সেক্রেটারী ও ভোলার চরের লাঠিয়াল বাহিনীর কামান্ডার রাসেল বাহিনী অন্যায় ভাবে চর দখলের উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে ওই চরে বসবাসরত শেখ ফরিদ ও রাকিব সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। এর অভিযোগে গত ২৫ নভেম্বর ২০২০ইং তারিখে ১৮জনকে আসামী করে ভোলা সদর থানায় একটি মার্ডার মামলা দায়ের করে আলমগীর মাতাব্বর নামে এক ব্যক্তি। মামলা নং-জিআর-৫৫। এ মামলায় বর্তমানে একজন জেলে থাকলেও বাকি আসামীরা পুলিশকে ফাঁকি দিয়ে ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অন্যদিকে রাসেলখাসহ আসামী পক্ষের লোকেরা মামলা তুলে নেয়ার জন্য হুমকী ধামকী অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে এ মামরার বাদী পক্ষ।
সরেজমিনেগিয়ে জানাগেছে, ভোলায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের সেক্রেটারী রাসেলখা ও তার আত্মীয় স্বজনের ভোলার চরে কোন বৈধ জায়গা জমি নাই। সে বিগত দিনে এ চরটিকে অন্যায় ভাবে জবর দখল করার জন্য ্একটি লাঠিয়াল বাহিনী তৈরী করে। যারা বিগত দিনে নিরিহ চরবাসীর উপর জুলুম অত্যাচার চালিয়ে তাদেরকে চর থেকে বেড় করে দেয়। গত ২৩-১১-২০২০ইং তারিখে রাসেল খানের নেতৃত্বে তার বাহিনীর লোকেরা চর দখল করতে গিয়ে শেখ ফরিদ ও রাকিব সর্দার নামে দুজনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। রাসেল খানের চলমান এসব ক্রাইমের বিরুদ্ধে নিরিহ চরবাসীর পক্ষে ছুটে আসি রাজাপুরের ওহাব আলী, তার ছেলে সাদ্দাম, বাপ্তার আলতু মাতাব্বরসহ আরো অনেকে। এ কারণে রাসেলখান তাদেরকে মিথ্যা মামলা ও পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়ে লাঞ্চিত করে করতেছে। —–প্রিয় পাঠক, এঘটনার বিস্তারিত আসছে পরবর্তি নিউজে।