ক্রাই বিডি ডেক্স।
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে কবির বাহিনীর সন্ত্রাসী হামলায় ৪জন আহত হয়ে ভোলা সদর হসপাতালে চিকিৎসাধিন আছে। এ ব্যাপারে ভোলা সদর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। থানার আভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে,
উপজেলার চসামাইয়া ইউনিয়নের চর ছিফলী ২নং ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে মনঞ্জুরুল ইসলাম গংরা ওই এলকায় তাদের ক্রয় ও পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে ঘর দরজা, পুকুর, বাগান বাগীচা সৃজন করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিল। কিছুদন পূর্বে তার ভোগ দখলীয় জমির উপর লোলুপ দৃষ্টি পরে ওই এলাকার চিহ্নত ভূমিদস্যু মৃত নুরুল হকের ছেলে কবির, হাসান ও হোসেন গংদের। বিগত দিনে এ ভূমিদস্যু চক্রের লোকেরা মঞ্জু গংদের ওই এলাকা থেকে সুমুলে উৎখাত করার জন্য মামলা হামলাসহ বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই মঞ্জু গংদের ওই এলাকা থেকে উৎখাত করতে না পেরে অন্য একটি উপায় বেছে নেয় কবির বাহিনীর সদস্যরা।
গত ২৯-০৪-২২ রাত সারে ১২টার দিকে পূর্ব শত্রুতার জেড় ধরে কবির, হাসান, হোসেন, ভুট্টো, ফরিদ, খোকন, স্বপন, নয়ন, নোমান, ফারুক, সহ ৮/১০জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মামলার ২নং স্বাক্ষি মিজানুর রহমানের বসত ঘরে প্রবেশ করে। এসময়ে উভয়ের বাক বিতন্ডের এক পর্যায়ে সন্ত্রাসীরা মামলার বাদি মঞ্জুর ভাই জসিমসহ মিজান সাইফুল ও মাহমুদা বেগমের উপর হামলা চালায়। এসময়ে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে জসিম, মিজান ও সাইফুলকে এলোপাথারী মারধর ও কোপ দিয়ে তাদেরকে গুরুতর জখম করে। অন্যদিকে সন্ত্রাসীরা মাহমুদাকে পিটেয়ে আহত ও শ্লীলতা হানী করে, তার পড়নে থাকা সকল স্বর্নের অলঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। এসময়ে সন্ত্রসীরা ওই ঘরে থাকা জমি বিক্রির নগদ ৫লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন মামলার বাদী মঞ্জুরুল ইসলাম। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে অশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধিন রয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, উক্ত মামলার বাদী মঞ্জুরুল ইসলাম ও ওই এলাকার সচেতন মহল।