ফাতেমা আক্তার জিতু, ভোলা!! ভোরের কাগজ প্রকাশনার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষে চরফ্যাশন উপজেলায় উৎসব মূখর পরিবেশে কেক কাটা আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠীত হয়েছে। মঙ্গলবার (১৫ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবে আমন্ত্রীত অতিথিদের নিয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভূমি আবু আবদুল্লাহ খান ও চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ্য কায়সার আহমেদ দুলাল,অধ্যাপক মনির উদ্দিন চাষি,চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ্য আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ্য মনির আহমেদ শুভ্র। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি এমআবু সিদ্দিক,ইয়াছিন আরাফাত,এমআমির হোসেন,কামাল হোসেন মিয়াজী,যুগ্ম সম্পাদক জামাল মোল্লা,নোমান সিকদার,দপ্তর সম্পাদক মিজান নয়ন,ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান নাজমুল,সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম মুকুলসহ প্রমুখ।অনুষ্ঠানে ভোরের কাগজ চরফ্যাশন প্রতিনিধি এআর সোহেব চৌধুরীর সভাপতিত্বে বক্তারা বলেন,প্রিন্ট মিডিয়াকে টিকিয়ে রাখা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ভোরের কাগজের যাত্রা শুরু হয়। আর এ চেতনাকে লালন করে দেশ ও দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে ভোরের কাগজ। যার ফলে এ পত্রিকাটি অন্যায় অবিচারের সঙ্গে আপসহীন অবস্থানে থেকে দেশের স্বার্থ ও সমৃদ্ধিও পক্ষে সুদৃঢ়ভাবে কাজ করায় পাঠকের কাছে ভোরের কাগজ এখনো স্বগৌরবে আলাদা মর্যাদায় রয়েছে। অবিচল সংগ্রাম করে দীর্ঘ পথচলায় পত্রিকাটির সম্পাদক শ্যামল দত্তের ভূমিকা ও পত্রিকাটির সকল সহযোগী কর্মকর্তাদের প্রশংসা করেন আমন্ত্রীত অতিথিরা। আলোচনা শেষে বেলা ১১টায় চরফ্যাশন কলেজ রোডে র্যালীতে অংশগ্রহণ করেন তাঁরা।