ভোলার এসপি সরকার মোহাম্মদ কায়সারকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১,
207 Time View
জসিম রানা, ভোলা।
ভোলার এসপি সরকার মোহাম্মদ কায়সারকে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আজ বেলা ১১ টায় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ।
এসময় বক্তব্য রাখেন এএসপি আবুল কালাম আজাদ, প্রবীন সাংবাদিক আবু তাহের, মোকতাদির বিল্লাহ, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মোঃ শওকাত হোসেন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, সহসভাপতি জুন্নু রায়হান প্রমূখ।
বক্তারা বলেন সততা এবং কর্মনিষ্ঠায় এসপি সরকার মোহাম্মদ কায়সার ভোলার আপামর মানুষের কাছে প্রিয় একটি নাম। ভোলার শান্তি শৃঙ্খলা রক্ষায় তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। এসময় বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেক্ষ, এসপি সরকার মোহাম্মদ কায়সার ভোলা থেকে টাঙ্গাইল জেলায় বদলি হয়েছেন। ভোলায় এসপির দায়িত্ব নিয়ে আসছেন কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।