এম. আজিজ রায়হান, ভোলা।
ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শামপুর এলাকায় বেপারী বাড়ির মোঃ মনজুর আলম এর বসত ঘর ডাকাতিকালে, আরাই মাসের এক কন্যা শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক দেরটার দিকে এঘটনা ঘটে।
নিহত কন্যা শিশুর মা বলেন, ৪জন ডাকাত মুখোশ পড়ে তার ঘরে প্রবেশ করে ওই সময়ে আমার আরাই মাসের কন্য শিশু মারিয়া দুধ খাওয়ার জন্য কেদেঁ উঠলে ডাকাত প্রথমে আমাকে হাত-পা ও মুখ বেধে বাচ্চাটাকে নিয়ে যায়। পড়ে তারা ঘরের পিছনে একটি ডোবায় তাকে ফেলে দিয়ে হত্যা করে।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন বলেন, মনজুর আলমের অজ্ঞাতনামা ৪জন ঘরের ভিতর প্রবেশ করে । মারিয়া নামের একটা শিশুকে তারা নিয়ে ঘরের পাশেই একটি ডোবায় ফেলে দিয়েছে এবং সে মৃত্যু বরন করছে। এবং ঘর থেকে স্বার্ণলঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। এ ব্যাপারে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।