ক্রাইম বিডি ডেক্স।
ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন মেম্বার প্রার্থী জুয়েল মাল। শুরু থেকে তাকে নির্বাচনী মাঠ থেকে সড়ানোর জন্য বিভিন্ন সড়যন্ত্রে লিপ্ত রয়েছে, মোরগ মার্কার প্রতিদন্ধী প্রার্থী মাকসুদ শিকদার। প্রার্থী জুয়েল সোমবার ভোলার একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, শুরু থেকে মাকসুদ সিকদারের বহিরাগত ক্যাডার বাহিনী আমার পোষ্টার ছিড়া, প্রচার মাইক ভাংচুরসহ নির্বাচনী প্রচার প্রচারণার কাজে বাঁধা প্রদান করে। এপর্যন্ত তারা আমার ১০/১২জন কর্মী সমর্থকদের পিটিয়ে গুরুতর আহত করেছে। অন্যদিকে আমার নির্বাচনী অফিস ভেঙ্গে চুরমার করে দিয়েছে তারা। গত ২৬ ডিসেম্বর মধ্য রাতে মাকসুদের ক্যাডার বাহিনী রাম-দাও, বগি দাও ও বোমা বিস্পোরণ ঘটিয়ে আমার বসত বাড়ীতে প্রবেশ করে। এসময় তারা আমার ঘর দরজা কুপিয়ে তছনছ করে এবং তারা হুকমী দিয়ে বলে যায় আমাকে দেখা মাত্র খুন করা হবে। বর্তমানে আমি মাকসুদের সন্ত্রাসী বাহিনীর ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এখন যেতে পারছিনা বাড়ী ঘরে, যেতে পারছিনা নির্বাচনী মাঠে।
মাকসুদ সিকদার হুমকি দিয়ে আরো বলে বেড়াচ্ছে ৫ তারিখে কেন্দ্রে আমার কোন এজেন্ট দিতে দিবে না এবং আমার ভোটারদেরকেও কেন্দ্রে প্রবেশ করতে দিবে না। এমতাবস্থায় আমি তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। তবে এসব অভিযোগ অস্বীকার করেণ প্রতিপক্ষ মেম্বার প্রার্থী মাকসুদ শিকদার।