বিশেষ প্রতিনিধি, ভোলা ॥
ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের কাঠালী ১নং ওয়ার্ডের শামীমের (পাগলা শামীম) নারী পাচারকারী ও মাদক ব্যবসায়ী বহুল আলোচিত পারভীন আক্তারের হাত থেকে শেষ পর্যন্ত রেহাই পায়নি তার পূত্র বধুও। পারভীনের ছেলে ইমরান হোসেনের স্ত্রীর লিখিত বক্তব্য ও থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, প্রায় ছয় মাস আগে সদর উপজেলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছিডু চৌকিদারের মেয়ের সাথে আলীনগর ইউনিয়নের কাঠালী ১নং ওয়ার্ডের শামীমের স্ত্রী পারভীনের ছেলে ইমরান হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় অসহায় দিনমজুর ছিডু চৌকিদার জামাই ইমরানকে ৮ আনা ওজনের চেইন উপহারসহ মোটা অংকের টাকা খচর করে বিয়ের সকল অনুষ্ঠানিকতা রক্ষা করেন। কিন্তু কিছু দিন যেতে না যেতেই পারভীন মোটা অংকের যৌতুকের জন্য চাঁপ প্রয়োগ করে মেয়ের বাবা ছিডু চৌকিদারের কাছে। মের্য়ে সুখের জন্য ছিডু চৌকিদার ধার-দেনা করে মেয়ের শ্বাশুরী পারভীনকে ১লাখ টাকা যৌতুক দিলেও শেষ পর্যন্ত সুখ মেলেনি নববধুর কপালে। যৌতুকের টাকা নিয়ে যখন নববধু ও তার বাবা-মার সাথে বাক-বিতন্ড হয় তখন অর্থলোভী, বিবেকহীন, পাপিষ্ঠ পারভীনের মাথায় আসে, কি ভাবে ছেলের সুন্দরী স্ত্রীকে দিয়ে টাকা রোজগার করা যায়। তার ছেলে ঢাকায় থাকার সুযোগে পারভীন নববধুকে তার পূর্ব থেকে পালিত এক খদ্দরের কাছে যেয়ে অনৈতিক কাজ করতে চাঁপ প্রয়োগ করে। এ কাজে ইমরানের স্ত্রী নববধু রাক্ষুসে শাশুরীর হাত থেকে বাঁচার জন্য প্রথমে রাজি হলেও পরে সে বাবার বাড়ীতে পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় আবুল কাশেম, ওমর ফারুক, আবুল হাসেম, মিনারা বেগম ও আয়শা বেগমসহ অনেকে জানান, পারভীনের স্বামীর মাথায় সমস্যা থাকার কারণে সে দীর্ঘদিন যাবৎ এলাকার বাহিরে বিচ্ছিন্ন ভাবে অবস্থান করছে। এ সুযোগে পারভীন বেছে নেয় একটি অবৈধ পেশা। সে ভোলার বিভিন্ন যায়গা থেকে সুন্দরী মেয়েদের ছলে-বলে-কৌশলে ম্যানেজ করে মোটা অংকের টাকার বিনিময়ে ঢাকাসহ বিভিন্ন যায়গার তার পালিত খদ্দরদের হাতে তুলে দেয়। অন্যদিকে এ ব্যবসার পাশাপাশি পারভীন কুমিল্লা, লক্ষিপুর ও চট্টগ্রাম থেকে ইয়াবা, গাজাসহ বিভিন্ন মাদক আমদানী করে ভোলার বিভিন্ন যায়গায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছে। প্রায় দিনই তার বাড়ির সামনে মাদকখোরদের আড্ডা দিতে দেখা যায়। এ ব্যাপারে কিছুদিন আগে সম্মেলিত এলাকাবাসী পারভীনকে বাঁধা প্রদাণ করলে সে তাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বেড় করে দেয়। এলাকার যুব সমাজ ও পরিবেশ রক্ষার্থে, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, কাঠালী ১নং ওয়ার্ডের সম্মিলিত জনগন।