রতের সুধীর গৌতম। ক্রিকেটভক্ত হিসেবে যার পরিচিতি বিশ্বজুড়ে। তবে তিনি বেশি পরিচিত শচীনভক্ত হিসেবেই। ভারতের কোনো খেলা যিনি মিস করেন না। ভারতীয় দলের সমর্থনে সবসময় স্টেডিয়ামে হাজির থাকেন সুধীর। তবে করোনা সংক্রমণের কারণে সম্প্রতি মাঠে দর্শক ঢোকা নিষেধ। তাই সুধীর মাঠে থেকে সরাসরি খেলা দেখতে পারছেন না। তবুও দমে যাওয়ার পাত্র নন সুধীর! মাঠে প্রবেশ করতে পারেননি, তাতে কি? এবার তিনি লাইভ খেলা দেখতে স্টেডিয়াম সংলগ্ন পাহাড়ের চূড়ায় উঠেছেন।
২০০৭ সালের পর থেকে দেশের মাটিতে একটা ম্যাচও সরাসরি দেখা মিস করেননি সুধীর। এবার কঠিন পরিস্থিতিতে ম্যাচ দেখার জন্য রীতিমতো যুদ্ধ করেছেন তিনি। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে পাহাড়ে উঠে ম্যাচ দেখেছেন। রোদ, গরম তো বটেই আরও অনেক কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে তিনি পাহাড়ে ওঠেন খেলা দেখার জন্য। ভারতীয় গণমাধ্যমকে সুধীর জানান, সময় বাঁচানোর জন্য জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে গিয়েছি। বড় শিলার ওপর দিয়ে ট্র্যাকিং করে যেতে হয়েছে। বেশ কয়েকবার আহতও হয়েছি। তবে পাহাড়ে চড়ার পরেই সেই কষ্ট দূর হয়েছে। পাহাড়ের ওপর থেকে ম্যাচ বা ক্রিকেটারদের খুব ভালো করে দেখা সম্ভব হয়নি। তবুও দলের জন্য চিয়ার করেছি। গৌতম আরও জানান, প্রথম ইনিংসের ৪০ ওভারের পর পাহাড় থেকে নেমে গিয়েছি। ম্যাচের বাকি অংশ এক বন্ধুর বাড়িতে টিভিতে দেখছি।