জসিম রানা, ভোলা ।
আগামী ৩০ জানুয়ারী ভোলার বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে প্রতিদন্ধিতা করার জন্য পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে ব্ল্যাক বোর্ড প্রতীক নিয়ে ব্যাপক প্রাচার প্রচারণা ও শো-ডাউনে ব্যস্ত সময় পাড় করছেন কাউন্সিলর প্রার্থী বিশ্বজিৎ দে হারু হাওলাদার। প্রতিদিনের মতো তিনি আজ বিকেলে বোরহানউদ্দিন বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ভোটরদের সাথে কুসল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এসময় কাউন্সিলর প্রার্থী বিশ্বজিৎ দে হারু হাওলাদার বলেন, বিগত দিনে তিনি কাউন্সিলর থাকা অবস্থায় এমপি আলী আজম মুকুলের সহয়োগীতা ও তার কর্মদক্ষতা দিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডকে দেশের বুকে একটি মডেল এলাকায় রূপান্তরিত করেছেন। যদি আগামী ৩০ জানিয়ারী বোরহানউদ্দিন পৌসভা নির্বাচনটি সুষ্টু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় তবে তিনি এলাকাবাসীর ভালোবাসার রায়ের মাধ্যমে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হবেন। বিজয়ী হবার পর তিনি সর্বপ্রথাম এমপি মাহাদয় ও প্রশাসনের সাথে হাত মিলিয়ে এলাকার থেকে মাদক ইভটেজিংসহ সকল অপরাধ মূলক কার্যক্রম শক্ত হাতে দমন করবেন। অন্যদিকে এলোকার ট্রেনেজ, পুল-কালভার্ট, পানি নিস্কাসনসহ ৬নং ওয়ার্ডকে আরো মডেল এলাকা করার জন্য যথাসাধ্য কাজ করবেন। এসময় তার সাথে ব্ল্যাক বোড প্রতীকের কয়েকশত কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।