বোরহানউদ্দিন ও দৌলতখানে হতদরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর সহায়তা বিতরণ অব্যাহত রেখেছেন, এমপি মুকুল
Reporter Name
Update Time :
রবিবার, জুলাই ১৮, ২০২১,
217 Time View
জসিম রানা, ভোলা।
ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানে হতদরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর মানবিক সহায়তার নগদ টাকা ও উপহার বিতরণ অব্যাহত রেখেছেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
আজ তিনি দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে চলমান করোনা দূযোগ মুহুর্তে ঘরে থাকা নিন্ম আয়ের অসহায় হতদরিদ্রদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো, প্রত্যেককে নগদ টাকা ও চাল। এসময় এমপি মুকুল বলেন, করোনাকালীন সংকট মোকাবেলায় দলমতনির্বিশেষে সবাই সহায়তা পাবে বলে ঘোষণা দিয়েছেন, প্রাধান মন্ত্রী শেখ হাসিনার সরকার ।
তিনি আরো বলেন, করোনা মহামারিতে বহু দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থনীতি সচল রয়েছে। পৃথিবীতে এমন কম দেশেই আছে যেখানে নাগরিকদের বিনামূল্যে কোভিড টিকা দেয়া হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে প্রত্যেককে বিনামূল্যে টিকা দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। ইতিমধ্যে সেই টিকা দেয়া কার্যক্রম শুরু হয়েছে। এমনকি বাংলাদেশের বাজেটে কভিড টিকার জন্য পযাপ্ত অর্থ বরাদ্দ করা হয়েছে।