জসিম রানা, ভোলা।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল অসন্ন পবিত্র ঈদ উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা, সাচরা, কুতবা, গঙ্গাপুর ও বড় মানিকা ইউনিয়নের ১২ হাজার হত-দরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার ও ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেছেন।
তিনি মঙ্গলবার দুপুরে এসকল ইউনিয়নের চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে এসব আর্থিক অনুদারন বিতরণ করেন।
এসময় এমপি মুকুল বলেন, করোনার প্রথম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপে অব্যাহত রয়েছে। বাংলাদেশ এখনও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছে। এই মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ক্রান্তিলগ্নে প্রধান মন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন-জীবিকা নিশ্চিত করতে নিরলস ভবে কাজ করে যাচ্ছেন।