জসিম রানা, ভোলা ॥
মেঘনার ভাঙ্গনে ভোলার বোরহানউদ্দিনের বড় মাণিকার চারটি ওয়ার্ড যথাক্রমে ৩,,৫,৬,৯ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়, ৩নং ওয়ার্ডের ২০% বোরহানউদ্দিন পৌরসভা নিয়ে যায়। আর বাকী ৫নং এর ৪০%,৬নং এর৭৫% এবং ৯নং এর ৯০% সর্বনাশা মেঘনার ভাঙ্গনের ফলে ভিটে মাটি হারিয়ে এখানকার বাসিন্দারা একদিকে যেমন চরম মানবেতর জীবন যাপন করছে অন্যদিকে নানা মুখী সমস্যায় জর্জরিত হয়ে আছে। যার কারণে ইতোমধ্যে কেউ-কেউ বাধ্য হয়ে নিজের পৈত্রিক জন্মস্থান ছেড়ে তজুমদ্দিন,লালমোহন,চরফ্যাশন,নোয়াখালীর বিভিন্ন জায়গায় গিয়ে বাড়িঘর করে বসবাস করছে। আর যাদের অন্যত্র যাওয়া সামর্থ নেই তারা নানামুখী সমস্যা নিয়ে বাধ্য হয়ে সেখানেই থাকতে হচ্ছে বলে সূত্র জানায়। পাশাপাশি যাও আছে তাতে প্রচুর ঘন বসতি হচ্ছে,আর এই ঘন বসতির জন্য দিন-দিন এখানে বিভিন্ন সমস্যা বেড়েই চলছে। সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হল তারা কে কোন জায়গার ভোটার তা নির্ধারিত নেই,পাশাপাশি ভূমির ও কোন সীমানা নির্ধারণ নেই। যার কারণে এখানকার বাসিন্দারা বাধ্য হয়ে,যেমন একদিকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে, অন্যদিকে আবার তারা রাষ্ট্রের সকল সুবিধা থেকে বঞিত হচ্ছে। তাই এই সমস্যাগুলোর প্রতি গুরুত্ব দিয়ে ৩,৫,৬,৯ প্রত্যেকটি ওয়ার্ডের মানুষগুলোকে সুন্দর ভাবে বাঁচার জন্য ব্যবস্থা করা একদিকে যেমন রাষ্ট্রের দায়িত্ব অন্যদিকে স্থানীয় প্রশাসনেরও দায়িত্ব। এখন রাষ্ট্রের দায়িত্ব থেকেই হোক আর স্থানীয় প্রশাসনের দায়িত্ব থেকে হোক এই চারটি ওয়ার্ডের সুবিধা বনিঞত ও মানবেতর জীবন যাপন করা লোকগুলোর স্থায়ীভাবে সীমানা নির্ধারণ ও স্থায়ীভাবে ভোটার করে দেয়া হোক এটাই এখন এই চারটি ওয়ার্ডের বাসিন্দাদের প্রাণের দাবী। তাদের প্রতিকুল সমস্যার কথা ভেবে মানবিকতা বিবেচনা করে খুব দ্রুত স্থানীয় প্রশাসন সহযোগীতা করে তাদের উক্ত সমস্যাগুলোর স্থায়ী সমাধান করবে বলে মনে করেন সেখানকার স্থানীয় জনগণ।