জসিম রানা, ভোলা।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা করতে গিয়ে দুই দফা হামলায় ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এদের মধ্যে মোঃ আনোয়ারউল্লাহ নামে একজনের অবস্থা অশঙ্কাজনক। এ ব্যাপারে মোহাম্মদ হোসেন নামে এক ব্যাক্তি বাদী হয়ে ১৩ জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছে। এ মামলার ভিত্তিতে পুলিশ একজন আসামীকে গ্রেপ্তার করলে অন্য আসামীরা ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে মামলার বাদী হোসেনের ভাই ইউনুসকে পিটিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা জমি বিক্রির ৩ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, বোরহানউদ্দিন উপজেলার রাম কেশব মৌজায় মোঃ হোসেন গংরা ১০ একর জমির মালিক হয়ে দীর্ঘ দিন যাবৎ ফলস ফলিয়ে ভোগ দখল করে আসছে। কিছু দিন পূর্বে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমি দস্যূ চক্রের মূল হোতা নুরনবী, লিটন, জাকির, মিলনসহ একটি ভূমিদস্যু চক্রের। তারা বিগত দিনে হোসেন গংদের তাদের ভোগ দখলীয় জমি হলে সমুলে উৎখাত করার জন্য বিভিন্ন সড়যন্ত্র করতে থাকে। গত বুধবার সকালে এ ভূমিদস্যু চক্রের সদস্যরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জোড় পূর্বক মোঃ হোসেনের জমি থেকে মাটি কাটা শুরু করে। এ সময় মোঃ হোসেন, তার ভাই আনোয়ারউল্ল্যাহ ও ভাবী নসিমা বেগম বাঁধা দিতে গেলে সন্ত্রসীরা তাদের উপর হামলা চালাযে গুরুতর জখম করে। পরে সকল আহতদের প্রথমে বোরহানউদ্দিন স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। অন্য দিকে আসামী পক্ষের লোকেরা বাদী ভূক্তভোগী হোসেন সহ ১৭জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি কাউন্টার মিথ্যা মামলা দায়ের করে। বর্তমানে হোসেনের দায়ের করা মামলার বাকি আসামীরা তার মামলা তুল নেয়ার জন্য হোসেন গংদের হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মামলার বাদী মোহাম্মদ হোসেন গং।