বোরহানউদ্দিন প্রতিনিধি!!ভোলা বোরহানউদ্দিন উপজেলায় কাচিয়া ৫নং ওয়ার্ডে আফাজ উদ্দিন বাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে মোঃ হাফেজউদ্দিনগনদের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায়, কাচিয়া ইউনিয়নে জলিল নামের এক ব্যক্তির কাছ থেকে ১২ শতাংশ জমি ক্রয় করেন মোঃ জাহাঙ্গীর হোসেন , সেই জমি ক্রয় করে সেই জমিতে বসত বাড়ী করে থাকেন মোঃ জাহাঙ্গীর হোসেন সেখানে তার পরিবার নিয়ে দীর্ঘদিন বসত করে আচ্ছেন জাহাঙ্গীর হোসেন , জাহাঙ্গীর হোসেন বলেন,আমার ঘরের পিছনের মোঃ জলির হোসেন নামক এক ব্যক্তির জমি দীর্ঘদিন যাবৎ জমি দখল করে আখ চাষসহ অনন্য বিভিন্ন ফসল করে যাচ্ছেন মোঃ হাফেজউদ্দিন এমনকি জমিনের নকল কাগজ করায় জেল ও খেটেছেন। এখন আমার জমি সেই জমিনের সামনে থাকায় বিভিন্ন ভাবে আমাকে রাস্তার জমি দিতে বলে হাফিজউদ্দিন গংরা আমি জমি না দেওয়া আমাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করে যাচ্ছেন মোঃ হাফেজউদ্দিন সেই সুবাদে, আগামী কালকে প্রথমে এখানে এসে আমার স্ত্রী সাথে কথার কাটাকাটি হয় জাহাঙ্গীর হোসেন তার ছেলে মোঃ শাহিন সহ তাদের পরিবারের সবার সাথে। পরবর্তী আমার স্ত্রী আমার মেয়ে ও আমার শালির মেয়ে যাহার বয়স মাত্র ৯ বছর তাদেকে মারধর করার জন্য হাফেজ উদ্দিন গংরা লাঠিসহ দেশি ও অস্র নিয়ে মারধর করতে আসলে আমার পরিবারের সবাই ভয়ে ঘরে গিয়ে সব বন্ধ করে দেয় । পরবর্তীতে হাফেজউদ্দিন গংরা চলে গেলে আমার স্ত্রী আমার শালির মেয়েকে রেখে বাড়ির পাশে যার। জাহাঙ্গীরের শালির মেয়ে জেরিন আক্তার (৯) নামক তিনি বলেন, তারা চলে গেল আমার খালা বাড়ি পাশে যায়, তখন হাফেজউদ্দিনের ছেলে মোঃ শাহিন এসে আমার খালার ঘরে আগুন ধরিয়ে দেয়।আমি দেখে চিৎকার করলে আমার খালা এসে দেখে ঘরে আগুন জ্বলে পরবরর্তীতে অনেক চেষ্টা করে আগুন নিবানোর জন্য কিন্তু আগুন নিবাতে দেরি হওয়ায় বসত ঘরটি পুলে যায়। জাহাঙ্গীর বলেন,এই বিষয়ে আমি বোরহানউদ্দিন থানার সাধারণত ডাইরি করেছি। এই বিষয়ে হাফেজউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি আগুন লাগানোর বিষয়টি অস্বীকার করেন ।এই বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, হাফেজউদ্দিন বিভিন্ন ভাবে জাহাঙ্গীর হোসেনদেরকে হুমকি দিয়ে আসতেছে এমনকি আমাদেরকে ও বলেছেন সে তাদেরকে মেরে ফেলবে এবং তার বসত ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। এই বিষয়ে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মেজবাহ উদ্দিন জানান, বিষয়টি তদন্ত স%