জসিম রানা, ভোলা
আগামী ৩০ জানুয়ারী ভোলা বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে প্রতিদন্ধিতা করার জন্য পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে ডালিম মার্কা প্রতিক নিয়ে প্রাচার প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন জোয়েব হাসান। প্রতিদিনের মতো আজ বিকেলে তিনি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ীতে গিয়ে ভোটরদের সাথে কুসল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, যদি আগামী ৩০ জানিয়ারী বোরহানউদ্দিন পৌসভা নির্বাচনটি সুষ্টু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় তবে তিনি এলাকার জনগনের ভালোবাসার রায়ের মাধ্যমে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হবেন। বিজয়ী হবার পর তিনি সর্বপ্রথাম এমপি মাহাদয় ও প্রশাসনের সাথে হাত মিলিয়ে এলাকার থেকে মাদক ইভটেজিংসহ সকল অপরাধ মূলক কার্যক্রম শক্ত হাতে দমন করবেন। অন্যদিকে এলোকার ট্রেনেজ, পানি নিস্কাসনসহ ৬নং ওয়ার্ডকে একটি মডেল এলাকা করার জন্য যথাসাধ্য কাজ করবেন। এসময় তার সাথে ডালিম মার্কা প্রতিকের কয়েকশত কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।