জসিম রানা, ভোলা।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া, টবগী, হাসান নগর, পক্ষিয়া ও পৌরসভার আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের ২ হাজার ৫শত নেতা কর্মীদের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেছেন।
আজ দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব আর্থিক অনুদান বিতরণ করা হয়।
এসময় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিমউদ্দিন হায়দার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।