ভোলা প্রতিনিধি ।
ভোলার বোরহানউদ্দিনে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে, মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম), অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার সার্বিক তত্ত্বাবধানে ২৪/০৯/২০২১ তারিখ দিবাগত রাত ০১.০৫ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানাধীন চরগাজীপুর ১নং ওয়ার্ডস্থ আসামী মোস্তফা মাঝির বসত ঘর হইতে ৭৩ (তিয়াত্তর) পিছ কথিত ইয়াবা ট্যাবলেট এবং ১৫০০(এক কেজি পাঁচশত) গ্রাম কথিত গাঁজা সহ মাদক ব্যবসায়ি ১। মোঃ মোস্তফা মাঝি (৫৩), পিতা-মৃত নজির আহম্মদ মাঝি, সাং-চরগাজীপুর ০১নং ওয়ার্ড এবং সহযোগী ২। মোঃ সোহাগ সওদাগর (৩৫), পিতা-শাহজাহান সওদাগর সাং-দক্ষিন কুতুবা ০৮নং ওয়ার্ড, উভয় থানা- বোরহানউদ্দিন, জেলা-ভোলাদের গ্রেফতার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানার মামলা নং ২০ তারিখ ২৫/৯/২১, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারানির ১০(ক)/১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।