ক্রাইম বিডি ডেক্স।
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদারের ক্যাডার বাহিনী। এর প্রতিবাদে আজ বোরহানউদ্দিনে সংবাদ সম্মেলন করেছে আলাউদ্দিন সর্দার। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার জানান, নগর হাওলাদার নির্বাচনে পরাজিত হয়ে বেপরোয়া পাগোল হয়ে গেছে। আমি নির্বাচিত হবার পর তার ক্যাডার বাহিনীর ভয়ে এলাকার লোকজনের সাথে দেখা পর্যন্ত করতে যেতে পারছি না।
নাগর হাওলাদার নির্বাচনে পূর্বে আমাকে মাঠ থেকে সড়ানোর জন্য আমার কর্মী সমর্থকদের উপর একাধিকবার হামলা চালিয়েও তার সাধ মেটেনি। এখনো যদি সে পরিবর্তন না হয় তবে পক্ষিয়া ইউনিয়নের জনগন তাকে উপযুক্ত জবাব দিবে।
নির্বচনের পর থেকে নাগর হাওলাদার আমার উপর ও আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালানোর জন্য বিভিন্ন উপায় খুজতে থাকে।
আজ ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল মহোদয়কে আমি অভিনন্দন জানাতে মাইক্রো বাস যোগে আমার কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঘাটে যাই। এসময় পূর্ব থেকে উৎ পেতে থাকা নাগর হাওলাদারের পালিত ক্যাডার বাহিনী আমাদের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায়। এতে আমার ১৫/২০জন কর্মী-সমর্থক গুরুতর আহত হয়। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রায়েছে।
তিনি আরো জানান, এ ব্যাপারে আমি তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তপেক্ষ কামনা করছি।
ু