বিশেষ প্রতিনিধি, ভোলা।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ২নং সাচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফুটবল প্রতিকীর মেম্বার প্রার্থী খাইরুল মৃধার বিরুদ্ধে নির্বাচনী বিধি লংঘনসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ওই এলাকায় গেলে জানাযায়, শুরু থেকে মেম্বার প্রার্থী খাইরুল মৃধার পালিত ক্যাডার বাহিনী তার প্রতিদন্ধী সিলিং ফ্যান প্রতিকের প্রার্থী সাহাবুদ্দিনকে পেশি শক্তির জোড় খাটিয়ে বাড়ীতে জিম্মি করে রেখেছে। খারুল মৃধার লোকেরা সাহাবুদ্দিনের কর্মী সমর্থকদের অন্যায় ভাবে মারধর ও হুমকী ধামকি অব্যহত রেখেছে। এমনকি তারা এখনই বলে বেড়াচ্ছে ২১ তারিখ ভোটের দিন সাহাবুদ্দিনের কোন ভোটারকে ভোট কেন্দ্রে যেতে দেয়া হবে না। এলাকাঘুড়ে জানাগেছে, সাবুদ্দিনের নির্বাচনী প্রচারের গাড়ী, মাইক ভাংচুরসহ প্রচারকর্মীদের লিফলেট বিতরণে বাঁধা প্রাদান করে খায়ের বাহিনী এলাকায় একক রাজত্ব কায়েম করেছে। বিগত দিনে সাহাবুদ্দিনের লোকেরা এসব অন্যায় কাজে বাঁধা দিতে এলে তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করেছে খায়রুল বাহিনী। নির্বাচনের আর মাত্র ৩দিন বাকি থাকেলেও বর্তমানে মেম্বার প্রার্থী সাহাবুদ্দিন খায়রুলের সন্ত্রাসী কর্মকান্ডের ভয়ে প্রচার প্রচারণা বন্ধ করে বাড়ীতে জিম্মি হয়ে বসে রয়েছে। এমতাবস্থায় সাহাবুদ্দিন জানান, এলাকাবাসীর ভালোবাসার রায় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহন করেছেন। বর্তমানে ৯০ শাতাংশ সমর্থন তার পক্ষে আছে। কিন্তু তার প্রতিদন্ধী প্রার্থী খাইরুলের চলমান তান্ডবের কাছে সে অসহায়। বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটছে সে। এ ব্যাপরে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেরা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোন প্রকার সুফল মেলেনি তার ভাগ্্েয। আগামী ২১ জুন নির্বাচনটি যাতে সুষ্টু ও নিরপেক্ষ ভবে অনুষ্ঠিত হয় এবং তার ভোটারগন যাতে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারে এ ব্যাপারে নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। তিনি আরো জানান, যদি ২১ তারিখের নির্বাচনটি সুষ্টু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় এবং তার ভোটারগন যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তবে তিনি এলাকাবাসীর ভালোবাসার রায়ের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। আর জয়ি হতে পারলে তিনি ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল মহোদয়ের সহযোগীতা নিয়ে এলাকার রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, স্কুল-কলেজ মসজিদ-মাদ্রাসাসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন। অন্যদিকে তিনি প্রশাসনের সহযোগীতা নিয়ে এলাকা থেকে মাদক-ইভটেজিংসহ সকল অপরাধ মূলক কার্যক্রম শক্ত হাতে দমন করবেন।