ক্রাইম বিড ডেক্স।
আগামী ২৬ তারিখে ভোটারগন যাতে কেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে প্রশাসনের কাছে এমনটি দাবী করেছেন, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বর্তমান মেম্বার প্রার্থী মোঃ ছালামত উল্যাহ। বড় মানিকা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন তিনি। তার জনপ্রিয়তা দেখে শুরু থেক তাকে নির্বাচনী মাঠ থেকে সড়ানোর জন্য বিভিন্ন সড়যন্ত্রে লিপ্ত রায়েছে বড় মানিকা ৯নং ওয়ার্ডের প্রতদন্ধী মোরগ মার্কার প্রার্থী আতিকুর রহমান। এলাকা ঘুড়ে জানাগেছে, বিগত দিনে আতিকুর রহমানের বহিরাগত ক্যাডার বাহিনী ৯নং ওয়ার্ডে প্রবেশ করে ছালামত উল্যার নির্বাচনী প্রচার প্রাচারণায় বাঁধা প্রদান করে। অন্যদিকে তার কর্মী সমর্থকদের বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ভোটের মাঠে একক আধীপত্ত বিস্তারের জন্য চেষ্টা চলায়। গোপন সূত্রে জানগেছে, প্রার্থী আতিকুর রহমান আগামী ২৬ তারিখে কেন্দ্র দখল করে ছালামত উল্যাহকে পরাজিত করার জন্য মেঘনা নদী এলাকার বেশ কিছু জলদস্যুদের এখন থেকেই প্রস্তুত করে রেখেছে। এত সমস্যার মধ্যেও এখন পর্যন্ত ছালামত উল্যাহ জীবনের ঝুকি নিয়ে, জনগনের অধীকার বাস্তবায়ন, অপরাধ মুক্ত ও ৯নং ওয়ার্ডকে উন্নয়নশীল একটি মডেল ওয়ার্ডে পরিনত করার জন্য নির্বচনী মাঠে টিকে রয়েছেন। দেখা গেছে সে প্রতিদিন এলাকাবাসীর সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও মত বনিময়ে ব্যস্ত সময় পাড় করছেন। আরো দেখা গেছে, তার প্রতিটি উঠান বৈঠক জন সমুদ্রে রূপ নিয়েছে। এমতাবস্থায় প্রাথী ছালামত উল্যাহ বড় মানিকা ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ঝুকিপূর্ণ মন্তব্য করে, আগামী ২৬ তারিখের নির্বাচনটি সুষ্টু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।