ক্রাইম বিডি, ডেক্স।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে মেম্বার প্রার্থী নয়ন মিয়ার নির্বাচনী অফিসে অতর্কিত হামলা ও ভাংচুর চালায় প্রতিপক্ষ প্রার্থী আওলাদ হোসেনের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যার পর টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘ্টনা ঘটে। প্রার্থী নয়ন মিয়া ও স্থানীয় সূত্রে জানাগেছে, আগামী ২৬ ডিসেম্বর টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে মাঠে রয়েছেন ফুটবল প্রতীকের নয়ন মিয়া। তার জনসমর্থন বেশী দেখে পাগল হয়ে ওঠে প্রতিপক্ষ মোরগ মার্কা প্রার্থী আওলাদ হোসেন। বিগত দিনে আওলাদ নয়নকে নির্বাচনী মাঠ থেকে সড়ানোর জন্য বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই নয়নকে প্রতিহত করতে না পেরে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে (মূলাই পত্তন) আদর্শ পাড়া এলাকার অফিসে হামলা চালায় আওলাদের পালিত ক্যাডার বাহিনী। এসময় সুজন, আঃ মালেক, ফারুক, সোহেল, শরীফ, বশিরসহ ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা ও ভাংচুর চালায়। প্রার্থী নয়ন আরো অভিযোগ করে বলেন, এতে নয়নের ৭ থেকে ১০ জন কর্মী সমর্থক গুরুত আহত হয়। অন্যদিকে সন্ত্রাসীরা নয়নের দোকান থেকে ৫০ হাজার টাকা ও দামীয় মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে নয়ন নির্বাচন কমিশনসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে অভিযুক্ত আওলাদ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।