রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ মার্চ ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৮ জানুয়ারি বিকালে মর্তুজা রায়হান ভুক্তভোগী তরুণীকে নিয়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের ব্যাম্বুশুট রেস্টুরেন্টে যান। সেখানে আসামিরা ওই তরুণীকে জোর করে ‘অধিক মাত্রায়’ মদপান করান। এরপর ভুক্তভোগীকে আরেক বান্ধবীর বাসায় নিয়ে ধর্ষণ করে রায়হান। পরের দিন ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে রায়হান ও তার বন্ধুরা প্রথমে ইবনে সিনা এবং পরে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করে। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ৩১ জানুয়ারি ওই তরুণীর মৃত্যু হয়