রাজধানীর কদমতলীতে বাসায় ডেকে নিয়ে এক মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৩ বছর বয়সী ওই তরুণী গতকাল বুধবার গভীর রাতে কদমতলী থানায় ধর্ষণের অভিযোগে এক অভিনেতার বিরুদ্ধে মামলা করেছেন। ওই তরুণীর জানান, ২ আগস্ট তিনি ধর্ষণের শিকার হন।
এদিকে মামলা দায়েরের পর ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অভিনেতাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণী রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং, উপস্থাপনা এবং নাটকেও অভিনয় করেন।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী গতকাল বুধবার রাতে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তরুণীর বরাত দিয়ে তিনি বলেন, অভিনয় ও মডেলিংয়ের সূত্র ধরেই উঠতি এক অভিনেতার সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। ২ আগস্ট ওই তরুণ কদমতলীর শনির আখড়ায় নিজের বাসায় তাকে ডেকে নেয়।
একপর্যায়ে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে ওই তরুণীর অভিযোগ। ওসি আরও বলেন, খুব শিগগিরই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে। তবে গ্রেপ্তারের স্বার্থে ওই অভিনেতার নাম প্রকাশ করতে তিনি রাজি হননি।