ইমাম হোসেন মনা, বাউফলঃ পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২মার্চ) সকাল ১০ ঘটিকায় একাডেমিক ভবনের চতুর্থ তলায় হল রুমে এই সভার আয়োজন করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ নবীনবরণ করা হয়েছে। ওরিয়েন্টেশন সভার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কলেজ প্রধান অধ্যক্ষ মো. আবুল বসার তালুকদার। সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক মো. জহিরুল ইসলাম। এছাড়া সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক মো. সায়েম, অধ্যাপক খলিলুর রহমান, অধ্যাপক মো. শাহিন আহমেদ, শারীরিক শিক্ষা শিক্ষক মো. বাদল প্রমুখ। এ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের পাঁচশত সত্তর জন শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেয়ার পাশাপাশি কলেজের নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। সেই সঙ্গে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয়।