ইমাম হোসেন মনা, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বহুল আলোচিত দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার ১০বর্ষে পদার্পণ ও ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
আজ ১৮/০১/২০২২ ইঃ (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা গেট সংলগ্ন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), বাউফল শাখা কার্যালয়ে ওই কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বদেশ প্রতিদিনের বাউফল উপজেলা প্রতিনিধি এম.এ হান্নানের উপস্থাপনায় ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাউফল শাখার সভাপতি অতুল চন্দ্র পালের (ভোরের কাগজ) সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাউফল প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও বিএমএসএফ বাউফল শাখার সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন ( প্রতিদিনের সংবাদ), আরেফিন সহিদ (ডেইলি অবজারবার) প্রমূখ। আলোচনা সভায় স্বদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন,’ বিশ্বায়নের যুগে বস্তুনিষ্ঠ তথ্য বা সংবাদ পরিবেশন করে দৈনিক স্বদেশ প্রতিদিন দেশ ও জাতির আশা পূরণ করে চলেছে। এসময় স্বদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তাঁরা। এছাড়া উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ), মোঃ সিদ্দিকুর রহমান ( দেশ রূপান্তর), ইমাম হোসেন মনা ( বরিশালের কণ্ঠ), মো. জাহিদ হোসেন (প্রতিদিনের কণ্ঠ), আরিফ হোসেন (জাগরণ), মো. আরিফ মোর্শেদ (বাউফল প্রতিদিন), মো. আমির হোসেন (দৈনিক সূর্যোদয়) প্রমূখ।