ইমাম হোসেন মনা, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে ন্যায় বিচার দাবি করে পিতা-পুত্র পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার সকালে বাউফল প্রেসক্লাব মিলনায়তনে প্রথমে ছেলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মোসলেম মৃধা। আর বিকালে বাউফল উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম কার্যালয়ে তার ছেলে মনিরুল ইসলাম শাহিন পিতার বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন। বাউফল প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পিতা মোসলেম মৃধা তার বড় ছেলের বিরুদ্ধে বলেন, আমার বড় ছেলে শাহিন আমাকে বিভিন্ন সময় মারধর করেছে। সর্বশেষ চলতি মাসের ১০ তারিখ আমার কাছে শাহিন ১ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় শাহিন আমাকে ফের মারধর করে দোকানের ক্যাশ থেকে ৫৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা দায়ের করি। ওই মামলায় এক সপ্তাহ জেল হাজতে ছিল শাহিন। আপোষ মিমাংসার শর্তে জামিনে বের হয়ে শাহিন আমাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। মোসলেম মৃধার উপস্থিতিতে তার পক্ষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য উপস্থাপণ করেন তার ছোট ছেলে জিয়াউল হক জুয়েল। এদিকে সোমবার বিকালে বাউফল উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে পাল্টা সাংবাদিক সম্মেলনে মোসলেম মৃধার বড় ছেলে মনিরুল ইসলাম শাহিন বলেন, পরিবারের বড় ছেলে হিসেবে আমি সারাজীবন সংসারের ঘানি টেনেছি। আমার বাবা মা ভাই বোনের ভরণ পোষণ দিয়েছি। আমার দাদা রুস্তম আলী জীবিত থাকাকালীন আমি তার কাছ থেকে ১৩৫ শতাংশ জমি ক্রয় করি। সেই সম্পত্তি ছোট ভাই জুয়েলের নামে লিখে দিতে আমার উপর চাপ প্রয়োগ করেন আমার মা-বাবা। সম্পত্তি দিতে রাজি না হওয়ায় আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়। আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। স্থানীয় একটি কুচক্রী মহল আমার বাবা, মা ও ভাইকে উস্কে দিয়ে আমার পেছনে লেলিয়ে দিয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হাজতে পাঠিয়ে আমার ক্রয়কৃত সম্পত্তি ভোগদখল করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছে। আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের পারিবারিক বিরোধ চলছে। আদালতে মামলাও চলমান। তারপরেও আইনিভাবে যা যা করনীয় তাই করব।