ইমাম হোসেন মনা, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষথেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছ। ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল-আমিন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার ।
আরো বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, ওসি আল-মামুন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অতুল চন্দ্র পাল,সুধির নট্র প্রমূখ। সভায় উপজেলার ৭০টি পুজামন্ডপের কমিটি বৃন্দ উপস্থিত ছিলেন । বাউফল উপজেলায় মোট ৭০টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে সরকারি ভাবে আধা টন করে চাল দেয়া হবে।