ইমাম হোসেন মনা,বাউফলঃ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপির চাচাতো ভাই মো. শাহজাহান মোল্লা (৯০) মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারনে গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মেঝ ছেলে এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা বাউফল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর ছোট ছেলে এনামুল হক আলকাছ মোল্লা চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁর মৃত্যুতে সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি, পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি কজী মো. আলমগীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। বৃহস্পতিবার দুপুর আড়াই টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে মরহুমের নিজ বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নের পুর্বকালাইয়া দ্বিতীয় জানাজা নামাজের শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।