জসিম রানা, ভোলা।
বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা বাস্তবায়নে কর্মরত এনজিওদের সংগঠন “বাংলাদেশ ননফরমাল এডুকেশন ফোরাম” এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
সোমবার ঢাকার আদাবরে আরডিএফর সেমিনার কক্ষে “আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম” ফোরামের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত সকলের সম্মতিক্রমে “বাংলাদেশ ননফরমাল এডুকেশন ফোরাম” এর নতুন ১৭সদস্য বিশিষ্ট একটি কমিটির নাম ঘোষণা করা হয়। উক্ত কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে- সভাপতি, এনআরবিসি ব্যাংকের অন্যতম পরিচালক ও ভোষ্ট এর চেয়ারম্যান একেএম. মোস্তাফিজুর রহমান। সহ-সভাপতি, চীফ অব পার্টি ব্রাক, ঢাকা এর মাহমুদ হাসান। সহ-সভাপতি, পিকেএসএস নাটোর এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ। সহ-সভাপতি, সার্প শরিয়তপুরের নির্বাহী পরিচালক আবুল কাশেম। সাধারণ সম্পাদক, দ্বীপ উন্নয়ন সোসাইটি ভোলা এর নির্বাহী পরিচালক মোঃ ইউনুস মিয়া। সহ-সাধারণ সম্পাদক, এসবিপিকেএস ময়মনসিংহের নির্বাহী পরিচালক মোঃ নোমান। সহ-সাধারণ সম্পাদক, মুক্তা বেগম। সাংগঠনিক সম্পাদক, সেরা নেত্রকোনা এর নির্বাহী পরিচালক মজিবুর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক, গ্রাম বিকাশ কেন্দ্র, বগুড়ার নির্বাহী প্রধান নাজির আহাম্মদ। কোষাধ্যক্ষ, আশ্রয় ফাউন্ডেশন খুলনা এর নির্বাহী পরিচালাক মমতাজ খাতুনসহ মোট ১৭সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়।
তাছড়া অরডিএফ এর সিইও গোলাম মোস্তাফাকে প্রধান উপদেষ্টা করে ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়।