জসিম রানা, ভোলা ।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে।
লালমোহন উপজেলা অডিটোরিয়ামে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জি আরের খাদ্যশস্য(চাল)এর ডিও প্রদান এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এমপি শাওন আরোও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’-এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।
লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ৩৬টি মন্দিরে ১৮ টন চাল ও ব্যক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ টাকা বিতরণ করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরো অনেকে।