বরিশালের মুলাদী কলেজে ছাত্রলীগ কর্মীদের হামলায় দুই প্রভাষক আহত হয়েছেন। মঙ্গলবার (০৮ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল আলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাংলা বিভাগের প্রভাষক হাফিজ আহম্মেদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র ছাত্রলীগ কর্মী শাওন কলেজে প্রবেশ করলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল আলিম এবং বাংলা বিভাগের প্রভাষক হাফিজ আহমেদ তার পথরোধ করেন।
শাওন কলেজের ছাত্র কী না তাও জানতে চান ওই দুই শিক্ষক। কিন্তু শাওন তাদের কাছে কোনো উত্তর দিতে বাধ্য নয় বলে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন।
একপর্যায়ে বাধা দিলে ওই দুই প্রভাষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান শাওন।
ওই ঘটনার আধাঘণ্টা পর শাওন লাঠিসোটা হাতে ২০ থেকে ২৫ জনের লোকজন নিয়ে কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওই সময় ক্লাসে ঢুকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল আলিমকে বেধরক মারধরও করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল দাবি করেন, শাওন ছাত্রলীগের কেউ নয়। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।
মুলাদী কলেজের অধ্যক্ষ মো. দেলোয়োর হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত শাওনসহ ১৫ থেকে ২৬ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শাওনসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”