জসিম রানা, ভোলা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যার পেছনে যারা রয়েছে, সেসকল আত্মস¦ীকৃত, চিহ্নিত ও পলাতক খুনিদের অতিদ্রুত বিচারের আওতায় এনে রায় কার্যকরের মাধ্যমে বাঙ্গালী জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে লালমোহন-তজুমদ্দিন যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের প্রতি ছাত্র-যুব সমাজের মাসব্যাপী “ঘৃণা প্রকাশে মন্তব্য ও স্বাক্ষর কর্মসূচি”র উদ্বোধনকালে এ দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তাঁর জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না। বাঙালিকে পরাধীনতার শিকলমুক্ত করতে পাকিস্তানের কারাগারকে সংসার বানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই তিনি জাতির পিতা।
লালমোহন উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, সহকারী কমিশনর (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুনসহ দুই উপজেলার যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।