জসিম রানা, ভোলা।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দারিদ্রতা দূরীকরণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে নদী ভাঙ্গন কবলিত ২শ ১১জন অতি দরিদ্র /দুঃস্থ জনসাধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার ১ কোটি ২২ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বোরহানউদ্দিন পৌরসভা মেয়র রফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।