ফাতেমা আক্তার জিতু, ক্রাইম বিডি ।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতীতে এগিয়ে যাচ্ছে- এমনটি বলেছেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তিনি রবিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবনসহ ১০টি অবকাঠামোর শুভ উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বের কাছে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ ছিলো একটি তলা বিহীন ঝুড়ি। এখন সেই ঝুড়িটি উন্নয়নের ফসলে ভরপুর। সকল মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশ হবে আরো উন্নত। আপনারা দক্ষিণ পশ্চিম উত্তর যে দিকে তাকাবেন উন্নয়নের রূপ রেখা আপনাদের চোঁখে ধরা পরবে। তবে এ দেশটিকে আরো উন্নতির দিকে এগিয়ে নিতে হলে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী বেঁচে থাকলে বাংলাদেশ হবে বিশ্বের কাছে একটি উন্নতশীল দেশ।
সহকারী কমিশনার ভূমি শোয়াইব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম। এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলীল, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার।
উল্লেখ্য একই অনুষ্ঠানে তিনি নতুন ৬টি রাস্তা ও নতুন ৪টি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মোট ১০টি কাজে বরাদ্ধ দেয়া হয়েছে ২৬,৫৫,৯৭,৯০০ টাকা।