বনি আমিন (শশীভূষন প্রতিনিধি)
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। পাঁচশত টাকা করে পাচশত পরিবারকে। এবং ভি জি এফ এর আওতায় চারশত পঞ্চাশ টাকা করে এক হাজার চারশত পরিবার সহ সর্বমোট এক হাজার নয় শত পরিবারকে। নগদ প্রধান করেন।
রসুলপুর ইউনিয়নের মানবিক চেয়ারম্যান
জনাব জহিরুল ইসলাম পন্ডিত। এই সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার ইউনো
জনাব রুহুল আমীন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গণ।