বরিশাল শহরের পলাশপুর এলাকায় আল আমিন (৪) নামে এক শিশু খুন হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। কিন্তু এই ঘটনায় কাউকে আটক করেনি।
আল আমিন ওই পলাশপুরের ১ নম্বর মোহাম্মপুর এলাকার সুজন হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, আল আমিনের লাশ তার চাচা মান্না সুমন জ্বালালি কাঠের নিচে দেখতে পাওয়া যায়। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি নিয়েছে।
ঘটনাস্থলে থাকা ওই থানার সহকারি কমিশনার (এসি) শাহানাজ পারভীন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
যে কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি খুন। কিন্তু কে বা কারা এই খুনের সাথে জড়িত পুলিশ তাৎক্ষণিভাবে তা বলতে পারছে না।”