ইমাম হোসেন মনা, বাউফলঃ স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ আওয়ামীলীগ বাউফল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী স্বেচ্ছোসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে ।
আজ ২৭’ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবন চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দরা ।এরপর দলীয় কার্যালয় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রিয়াজ সিকদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম লিটল, পৌর ছাত্রলীগের আহবায়ক নিয়াজ মোর্শেদ প্রমুখ । দিবসটির উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাউফল পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয় ।