ইমাম হোসেন মনা,বাউফলঃ পটুয়াখালীর
বাউফলে নওমালা ইউনিয়নের নগরেরহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।এতে ৬ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় আধিপত্য নিয়ে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাসের সঙ্গে একই ইউনিয়নের চেয়ারম্যান এর বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে সোমবার ১১টায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। এ সময় উভয়পক্ষের ছোড়া ইটের আঘাতে নুমান মৃধা (২১), হাসান দফাদার (৩০), জসিম সরদার (৪০),সজীব গাজীসহ অন্তত ৬ জন আহত হন ও একটি মোটরসাইকেল ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে ওই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।