পটুয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে শহরেরর ব্যামাগার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবলীগ কর্মী জুয়েল ইসলাম মিঠু ও কুম্পু নাসির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশি টহল বাড়ানো হয়েছে।”