ইমাম হোসেন মনা, বাউফলঃপটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন হাওলাদারের মৃত্যুতে শোক প্রকাশ করেন সাংসদ আ,স,ম ফিরোজ এমপি।
আজ (২৮ জুলাই)বুধবার সকাল ৯টায় বিলবিলাস ফাযিল মাদ্রাসা মাঠে রাষ্টীয় মর্যাদায় মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪:৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারনে বাউফল উপজেলার বিলবিলাস নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলীহোসেন হাওলাদার (৭৫) তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাযায় স্থানীয় সাংসদ সাবেক চিফহুইপ আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। উপজেলা প্রশাসনের পক্ষে বাউফল উপজেলা কৃষিকর্মকর্তা মনিরুজ্জামান ও বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মরহুমকে বিদায়ী গার্ড অব অনার প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, বাউফল ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন খান, এড. মাহফুজুর রহমান, এড. কামাল হোসেন, বিভিন্ন আলেম ওলামা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজ নৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।