জসিম রানা, ভোলা।
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, নিহত জাতীয় চার নেতার নাম পৃথিবীর ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে । তিনি বুধবার দুপুরে ঢাকা থেকে ১০দিনের সফরে তার নির্বাচনী এলাকায় আসার সময় পথসভায় এসব কথা বলেন। এসময়ে তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ৩রা নভেম্বরে জেলের ভিতর জাতীয় চার নেতাকে নৃশংস ভাবে হত্যাকান্ডটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকান্ড। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো কারাগার, সেই কারাগারের মধ্যে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় নেতাদেরকে হত্যা করেছে জাতির পিতার আত্মস্বীকৃত খুনি ও ৭১’র পরাজিত শক্তিরা। তিনি আরো বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে আজও মেনে নিতে পারছেনা, তারা দেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ায় জন্যই এ নৃশংসতম ও জঘন্যতম হত্যাকান্ডটি ঘটিয়েছে।
উল্লেখ্য এমপি মুকুল বুধবার দুপুরে, ঢাকা থেকে বিমানযোগে বরিশাল হয়ে ভেদুরিয়া ঘাটে পৌছেন । এসময় বোরহানউদ্দিন ও দৌলতখানের কয়েক হাজার মানুষ তাকে অভিনন্দন জানাতে ভিড় জমান।