নিরব হোসেন ভোলা থেকে!! ভোলার দৌলতখান উপজেলার ১নং মদনপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিন (চকেট) এর আনারস মার্কার দিনব্যাপি গনসংযোগ অব্যাহত রয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকাল থেকে ইউনিয়নের ২, ৩ ও ৫ নং ওয়ার্ডের, জাফরকলনী, আবাসন-১, আবাসন-২ সহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। এসময় জামাল উদ্দিন (চকেট) ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নিরভয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন। ভোট কেন্দ্রে কেউ জোড় করে আপনাদের ভোট নিতে পারবে না, আপনারা সকলে ভোট দিতে যাবেন। জামাল উদ্দিন (চকেট) বলেন ‘আমি আপনাদেরই সন্তান। শুধু নির্বাচন নয়, আমি সবসময় আপনাদের পাশে থেকে সুখে দুঃখে সেবা করার চেষ্টা করেছি। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি দেশের জন্য জীবন বাঁজি রেখে যুদ্ধো করছেন। তিনি দেশের মানুষের জন্য সবসময় সেবায় নিয়জিত ছিলেন। আমিও আপনাদের সেবা করতে চাই। ১১ নভেম্বর আপনারা আপনাদের মূল্যবান ভোট আনারস মার্কায় দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। তাহলে আমি জয়যুক্ত হয়ে আপনাদের সেবা করতে পারবো।