জসিম রানা, ভোলা।
মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনে ভূমিহীন ও গৃহহীন ৩১৪টি অসহায় পরিবার মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করেণ ভোলা-২আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এসব ঘরের উদ্ধোধন করেন। ঘর পেয়ে হাঁসি ফুটেছে অসহায় পরিবারে।
এসময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানসহ বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।