জসিম রানা, ভোলা।
ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। গত রবিবার দৌলতখান উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ১৫ জন প্রান্তিক জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন। সোমবার দুপুরেও এমপি মুকুল বোরহানউদ্দিন উপজেলা চত্বরে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে বকনা বাছুর বিতরণ করেণ। এসময়ে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল মিয়া ও পক্ষিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার।