নিরব হোসেন ও জসিম রানা।
দৌলতখান ও বোরহানউদ্দিনবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রণের নেতা এমপি আলী আজম মুকুল। তিনি তার নির্বচনী এলাকার মানুষদের সাথে ঈদের অনন্দে যোগ দিতে গত ৭ মে ঢাকা থেকে ভোলায় ১০ দিনের সফরে আসেন। এর পর হতে তিনি তার নির্বাচনী এলাকা দৌলতখান ও বোরহানউদ্দিনে হতদরিদ্র ও তার দলীয় নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণে ব্যস্ত সময় পাড় করেন। এলাকা ঘুড়ে জানাগেছে, এ পর্যন্ত তিনি দৌলতখান পৌরসভা, হাজীপুর, ভাবানীপুর, উত্তর জয়নগর, দক্ষিণ জয়নগর, চরপাতা, মেদুয়া ও সৈয়দপুর ইউনিয়ন, অন্যদিকে বোরহানউদ্দিন পৌরসভা, কচিয়া, টবগী, হাসান নগর, পক্ষীয়াসহ সকল ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্র ও দলীয় নেতা-কর্মীদের হাতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও চলমান করোনা দূর্যোগ মহুর্তে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ হাজার মানুষের মাঝে প্রধান মন্ত্রীর উপহার ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেছেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় এমপি মুকুল বলেন, করোনার প্রথম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপে অব্যাহত রয়েছে। বাংলাদেশ এখনও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছে। এই মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ক্রান্তিলগ্নে প্রধান মন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন-জীবিকা নিশ্চিত করতে নিরলস ভবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বিগত দিনে কোনো সরকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়ায়নি। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র অসহায় মানুষদের জন্য যথা সাধ্য কাজ করে যাচ্ছেন। এ করোনায় আজ পৃথীবির বড় বড় দেশ আক্রান্ত কিন্তু সে তুলনায় আমাদের দেশ ভালো আছে। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপ ছিলো বাস্তবসম্মত, যা দেশের মানুষ গ্রহণ করেছে। তাই দেশে করোনা সংক্রামন কমে আসছে। এ সময় তার সাথে দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, পৌরসভা মেয়র মোঃ জাকির হোসেন তালুকদার, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌরসভা মেয়ার রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল মিয়া, বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।