দৌলতখান(ভোলা)প্রতিনিধি!! ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কলাকোপা গ্রামের শাপলা বাজার হয়ে গপুর মহাজনের পোল সামনের কাঁচা রাস্তাটি সামন্য বৃষ্টি হললেই পানি জমে যায় । এতে রাস্তায় চলাচলকারী মানুষদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়। পানি ও কাদা মাড়িয়ে স্কুল কলেজের শিক্ষার্থী সহ গ্রামবাসীকে এ সড়কে চলাচল করতে হয়। এটি পাকা করার দাবি জানান স্থানীয়রা। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় একহাজার মানুষ প্রতিদিন এ কাঁচা মাটির রাস্তাটি ব্যবহার করে। রাস্তাটির দৈর্ঘ্য এক কিলোমিটার। এখানে একটি মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পড়াশোনা করতে গ্রামের ছেলেমেয়েরা ওই কাঁচা রাস্তা ব্যবহার করে দৌলতখান বাজার যাতায়াত করে। যাতায়েতের সময়ে প্রায় শিক্ষার্থী ও সাধারন জনগণ দুর্ঘটনার শিকার হচ্ছে। এসব এলাকার অধিকাংশ মানুষ জেলে ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এলাকায় বসতর ফরাজী হারুন বলেন রাস্তাটির বেহাল দশার কারণে বাড়ি থেকে নামাজ পড়তে মসজিদে যেতে খুব কষ্ট হচ্ছে। প্রায় সময় নামাজ কাজা হচ্ছে। এলাকার তরিক মাস্টার বলেন, মাটির কাঁচা সড়কটি ২০ বছর ধরে বেহাল দশা বর্তমানে রাস্তাটিতে কাদা মাটি ও পানি রয়েছে। এতে করে দুভোর্গের যেনো শেষ নেই। রাস্তাটি দ্রুত পাকা করার দাবী জানান তিনি। এব্যাপারে চরখলিফা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খাঁনকে ফোনে পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এচই.এম আনসার বলেন, রাস্তার বিষয়ে ইউনিয়ন পরিষদ থেকে প্রস্তাব পাঠালে আমরা অনুমোদন দিবো। তখন দ্রুত কাজটি করা যাবে।