জসিম রানা, ভোলা॥
আগামী ৩০ জানুয়ারী ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে প্রতিদিনের মতো নৌকা প্রতীকের মেয়র প্রর্থী জাকির হোসেন তালুকদারের নির্বাচনী ্উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দৌলতখান পৌরসভার ৩নং ওয়ার্ডের জমিদার বাড়ীর দরজায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থীদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল এসে উঠান বৈঠকটি জন সমুদ্রে রূপ নেয়। দৌলতখান পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী মাঝির সভাপতিত্বে উঠান বৈঠকে প্রাধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী জাকির হেসেন তালুকদার বলেন, আমি বিগত দিনে মেয়র থাকাকালিন আমার কর্মদক্ষতা দিয়ে দৌলতখানকে দেশের বুকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত করেছি। তিনি আরো বলেন, যদি আগামী ৩০ জানিয়ারী দৌলতখান পৌসভা নির্বাচনটি সুষ্টু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় তবে আমি এলাকাবাসীর ভালোবাসার রায়ের মাধ্যমে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হব এবং বিজয়ী হবার পর আমি এমপি আলী আজম মুকুল মহোদয় ও প্রশাসনের সহযোগীতা নিয়ে এলাকা থেকে মাদক ইভটেজিংসহ সকল অপরাধ মূলক কার্যক্রম পূর্বের ন্যায় শক্ত হাতে দমন করব। অন্যদিকে পৌর এলাকার ট্রেনেজ, পুল-কালভার্ট, পানি নিস্কাসনসহ একটি মডেল পৌরসভায় উন্নত করার জন্য বিগত দিনের মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। উঠান বৈঠকে তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, চরখলিফা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মুকু, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নবী নবু, ৩নং ওয়ার্ডের উঠপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী হাসান মাহমুদসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা ও কর্মীগন।