জসিম রানা, ভোলা ।
ভোলার দৌলতখানে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মকুল। আজ দুপুরে দৌলতখান উপজেলা হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করেন, দৌলতখান উপজেলা প্রশাসন। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, দৌলতখান পৌরসভার মেয়র, জাকির হোসেন তালুকদার। দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিক মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার। এসময়ে এমপি মুকুল বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস, ইভটেজিং, মাদক ও জঙ্গিবাদদের প্রতিহত করতে হবে। সকলে নিজ নিজ যায়গা থেকে এসব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তিনি আরো বলেন,
আয়ামীলীগ একটি সর্ব বৃহৎ সংগঠন। দেশের স্বাধীনতার পর থেকে একমাত্র আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে সর্বাধিক ভূমিকা রেখেছে। বর্তমানে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সকল সড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা জাতীর পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য আমাকে দায়িত্ব দেয়ার পর আমি সাধ্য মতো আপনাদের সেবা করার চেষ্টা করিছে। করোনা দূর্যোগ মুহুর্তে ঘরে থাকা কর্মহীন অসহায় মনুষদের দ্বারে দ্বারে গিয়ে আমি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। অন্যদিকে এ পর্যন্ত আমি আমার নির্বাচনী এলাকার ৬থেকে ৭শত বেকার যুবকদের চাকুরি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। যার ভিতর পুলিশের এসআই ও সার্জেন্টসহ উপরস্থ কর্মকর্তারা রয়েছে। বিনিময়ে আমি তাদের থেকে কিছু নিয়েছি বলে যদি কেউ প্রমান করতে পারে, তবে আমি সারজীবনের জন্য রাজনীতি ছেড়ে দিবো।