জসিম রানা, ভোলা॥
আগামী ৩০ জানুয়ারী ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে প্রতিদিনের মতো নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। রবিবার বিকেলে তিনি দৌলতখান বাজারে ব্যবাসয়ীদের সাথে কুশল বিনিময় ও নির্বাচনী লিফলেট বিতণ করেন। এসময় মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার বলেন, আমি বিগত দিনে মেয়র থাকাকালিন এমপি আলীআজম মুকুল মহোদয়ের সহযোগীতা নিয়ে এবং আমার কর্মদক্ষতা দিয়ে দৌলতখান পৌরসভাকে দেশের একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত করেছি। যদি আগামী ৩০ জানুয়ারী দৌলতখান পৌসভা নির্বাচনটি সুষ্টু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় তবে আমি এলাকাবাসীর ভালোবাসার রায়ের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব ইনশাআল্লাহ এবং বিজয়ী হবার পর আমি ফের এমপি মোহাদয় এবং প্রশাসনের সাথে হাত মিলিয়ে এলাকা থেকে মাদক ইভটেজিংসহ সকল অপরাধ মূলক কার্যক্রম পূর্বের ন্যায় শক্ত হাতে দমন করব। অন্যদিকে পৌর এলাকার ট্রেনেজ, পানি নিস্কাসনসহ একটি মডেল পৌরসভায় উন্নত করার জন্য বিগত দিনের মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এসময় তার সাথে নৌকা প্রতীকের কয়েক শত কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।